বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

" প্রতিধ্বনি "






ঐ দেখ আকাশে, ঐ নীল প্রান্তে
শান্তির ধ্রুবতারা নামেনি আজও ধরণীতে ।

ঐ দেখ ধরণীর, ঐ ধূসর প্রান্তে
কালো কালো বিন্দু আসছে এগিয়ে
যাতাকল পূর্ণ শ্রমজীবী মানুষে !

শান্তির ধ্রবতারার খোঁজে ছুটন্ত সেই
শোষিত,ক্ষুধিত, বঞ্চিত মানুষের ভারে –
ধরণী আজ নুয়ে পড়েছে আপন পদতলে !

 সভ্যতার আলোক বার্তা বয়ে আনলো যারা
 তাদের প্রাপ্তি শুধু চেয়ে চেয়ে থাকা-
 ঐ দূর দিগন্তে, ঝাপসা চোখে !

             
                 শান্তি নাই, শান্তি চাই-
                 যুদ্ধ নয়, শান্তি চাই !
                 শূন্য দেয়ালে ঘুরে ফিরে; শুধু—
                   
                  প্রতিধ্বনি হয়ে ফিরে আসে ।    



                                                                                                                                  ১৫/০৩/০৮ বীরগঞ্জ

।। নতুন মুক্তির সংগ্রাম ।।




মুক্তিযুদ্ধ ৭১'- এ শেষ হয়েছে এই ধারনা ভুল। আজকের তরুণ প্রজন্ম দেশ, রাজনীতি সম্পর্কে উদাসীন এই ধারনাও ভুল।

সময় এসেছে সব কিছু শুধরে নেবার। যারা রাজনীতি করেন তাদেরকে আরেকবার নতুন করে ভাবতে হবে, তা না হলে সমুদ্রের ঢেউয়ে তা ভেসে যাবে। যা আর খুঁজে পাওয়া যাবে না। বাংলার প্রতিটি শহরে শহরে যে আলো, যে তারুণ্য, যে শক্তি আজ অন্যায়ের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তা অপ্রতিরুদ্ধ।


তারুণ্যের জয়, সত্যের জয় সব সময়, সব কালেই। কারন তারুণ্য কখনও মিথ্যা বলে না, অন্যায়ের সাথে আপোস করে না।


আজও সেই একই প্রশ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে।

কেন ফাঁসি হলো না? ফাঁসি দেওয়ার মতো অপরাধ কি কাদের মোল্লা বা আরো যারা যুদ্ধাপরাধী আছেন তাঁরা করেননি? একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার সামনে আসছে।

একই সঙ্গে এই গণজাগরণ শুধু ফাঁসির দাবি তা কিন্তু নয়। এই গণজাগরণ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে। এটি আরো ব্যক্ত করে যে, কোনো ধরণের অন্যায়, নীলনকশা, রাজনীতির নামে ফায়দাবাজি, ধর্মের নামে রাজনীতি চলবে না। তা যেই করুক না কেন।


"ঘর থেকে রাজপথ

অন্ধকার থেকে আলোর মিছিল
চলবে চলবে চলবেই ।"

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৩

" জীবন মাঝি "


                       

                       দু–কূল ভাঙা নদী এ মন
                                      মাঝে খর স্রোত
                        যে আসে সেই ভেসে যায়
                                     তবু আশায় বাধা জীবন
                         
                         ভাঙা কূলের এপারে বসে
                                      জীবন নামের মাঝি যে আজ
                         করছে আহাজারি !
                                      ওপারে তার পরে থাকে
                                      ভাঙা তরী খানি  !

                         
                         ভগ্ন হৃদয়ে নগ্ন তীরে
                                      জীবন মাঝি আজ
                         একা বস রয়-
                                    আকুল মিনতি গায় সে তবু   
                         কেউ শুনবার নয় ।
                   
            
                       ঈশান কোণে অশনি সংকেত
                                   আবারো গর্জে উঠে
                       জীবন মাঝি তবু নিরুপায়
                                    অদৃষ্টে চেয়ে থাকে !  

                                                    
                                                          বীরগঞ্জ-২৭/০৪/০৮

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

" আমার স্বপ্নজগত "

                             
                                               

                                আজ কাল স্বপ্ন জগতে বিচরণ করছি
                      অদ্ভুত মাদকতাময়, যানজট মুক্ত
                      র্নিভেজাল রাস্তা এটি ।
                                
                                 হেঁটে হেঁটে ক্লান্ত হওয়ার ভয় নেই
                      অথচ উপভোগ করছি
                      নিজের মত সাজিয়ে নিচ্ছি
                                 
                                 আমি হাঁটছি সবুজ বনানী ঘেরা রাস্তায়
                      চারপাশে ধানক্ষেত , মাঝে মাঝে বিল  
                      তাতে ফুঁটে আছে  লাল পদ্ম;
                                 
                      আর মাছরাঙার সুতীক্ষ্ণ চোখ
                      আমার শব্দময় পদচারণায়
                      এতটুকু ভীত হয় না !

                       আমি এগিয়ে যাচ্ছি-
                       স্বপ্নের জাল বুনছি আর যাচ্ছি-
                       ঐ যে দিগন্ত দেখা যায়  
                       আমার নিজের গড়া দিগন্ত ।
                              
                       যেখানে মহাকালের স্রোত নেই;
                       নেই সংসার, নেই পাপভয়
                       নেই আদি, নেই অন্ত -
                                      
                       শুধু আছি আমি আর-  
                       আমার স্বপ্নজগত !

                                                                       
                                                                                    পাবনা ... ১৮-০২-১২  

সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৩

" নগ্ন পা "





যখন তুমি নগ্ন পায়ে
হেঁটে যাও এ পথ ধরে
মন খানি আমার করে হাহাকার
যদি পা কেটে যায় বলে !

যখন তুমি আঁচল খানি
জড়ায়ে বুকের মাঝে
করো দাপাদাপি শান বাধানো
ঐ পুকুরটিরও ঘাটে --

তখন আমার হৃদয় রাজে
কেবা যেন বাঁজায় বিষের বাঁশি
যদি ব্যাথা পাও বলে !

কোন স্বর্গের দেবী গো তুমি
কোন বাগিচার ফুল
কোন আকাশের চন্দ্র গো তুমি
কোন জোছনার হুর !

তোমার রূপ যে ঐশ্বরিক
তা কি জানো নাকো ?

ঐ রূপ তোমার, মনখানি আমার
হরণ করে কোথায় রইল ঘাপটি মেরে
কত দেশ- দেশান্তরে ঘুরে ফিরে মরি-

তবু দেখা পাই আর ঐ
নগ্ন পা দুখানির !
                            
                                          বীরগঞ্জ-১৯/০৪/০৮

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ