বুধবার, ২১ মে, ২০১৪

" শুদ্ধ প্রেম "




মস্তিষ্কের হাজারো নিউরনে চাপ প্রয়োগ করে
স্বপ্ন দেখেতে শিখেছি
আর সেই স্বপ্নে ভর দিয়ে হাঁটা শিখেছি ; 

কিন্তু ভালোবাসতে পারিনি, প্রেমে পড়তে পারিনি -
না জননীকে, না কোন আবেদনময়ী রমনীকে  
কিংবা কোন আদিম ধর্মকে !

কিন্তু তারপরও প্রেম চাই একটিবার
চাই শুদ্ধ প্রেম !

পাবনাঃ ২১-০৫-১৪

শনিবার, ১৭ মে, ২০১৪

" আসমান " By.... রাজন কবির


কাশ তুমি-
ট পাথরের এই শহরে
রিক্ত সকল হৃদয় মাঝে
ম্র নীলের আবরণে
গলে রাখো সযতনে
মিষ্টি মধুর মায়ায় বুনে ।

তোমার কাঁদন ঝরায় বৃষ্টি
মাতিয়ে তোলে সকল সৃষ্টি!
কেমনে হাসো সূর্যের হাসি ?

ভালোবাসি, বড্ড ভালোবাসি।
লোভ নেই, চাইনা তোমায়
বাসবো ভালো, বেসো না আমায়
সিক্ত চোখে এটুকু চাওয়াই !

বুধবার, ১৪ মে, ২০১৪

" আদম ইচ্ছার অপমৃত্যু "



বসন্তে যে প্রেম পাখিটি বহু বছরের
বহু বন্ধুর পথ বেয়ে এসেছিলো -
চৈত্রের তীক্ষ্ণ দাবদাহের প্রতাপে
সে তার শুভ্র ডানার পালক গুলো
পুড়িয়ে ফেললো !

আর বৈশাখী রাতের দোর্দণ্ডপ্রতাপ
মাতাল ঝড়ে পড়ে
সে হয়ে গেলো বিধ্বস্ত-ধ্বংস।

হায় ! তাকে খুঁজে পাওয়ার মতো
আর একটি পালকও আর পড়ে রইলো না
আদম মাটিতে !
..........................................................


পাবনাঃ ২১-০৪-১৪

বুধবার, ৭ মে, ২০১৪

" একাকীত্ব "


 

নির্জন ঘরে নোনাধরা দেয়ালের
ভেজা ভ্যাঁপসা শীতল অন্ধকার কোণে
নিজেকে লুকিয়ে রাখি ।

কিছু অব্যক্ত কথা কুরে কুরে খায়
কিছু অমোচনীয় অঙ্কুরিত পাপ বটবৃক্ষের রূপ নেয় ; 
মস্তিষ্কের প্রতিটি নিউরন ধীরে ধীরে
অন্ধকারে ডুবে যেতে থাকে -

শুধু সামনে মরিচা পড়া খোলা জানালায়
শেষ অগ্রহায়ণের শীত সকালের এক চিলতে
ঝাপসা আলো আলতো করে উকি দিয়ে যায় ! 


                                                                                                     পাবনা-২৭/১২/১৩

"বিপ্রতীপ"



ভালোবসার দেহ আজি ভালোবাসায় পুড়ে
ছাই হয়ে তবু তারা তোমার পিছু ছোটে
স্বপ্নহীন হৃদয়ে আজো স্বপ্ন ভীর করে
বিপ্রতীপ কোণে আজো তোমায় আশা করে ।

তোমার চোখে তোমার মুখে
তোমার নাকের ভাজে
স্বপ্ন গুলো খেলতো সেদিন আমার প্রকাশ হয়ে !

আজ তুমি মিথ্যে হয়ে মিথ্যা খেলায় মাতো
আলেয়া হয়ে আলোর কারসাজি ভালোই রপ্ত করো
স্বপ্ন আমার স্বপ্ন সে তো; হায় রে –
স্বপ্ন আমার স্বপ্ন সে তো
ধূলি হয়ে রেসের মাঠে উড়ে !

পাবনা -০৫-০৫-১৪-

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ