বুধবার, ৭ মে, ২০১৪

" একাকীত্ব "


 

নির্জন ঘরে নোনাধরা দেয়ালের
ভেজা ভ্যাঁপসা শীতল অন্ধকার কোণে
নিজেকে লুকিয়ে রাখি ।

কিছু অব্যক্ত কথা কুরে কুরে খায়
কিছু অমোচনীয় অঙ্কুরিত পাপ বটবৃক্ষের রূপ নেয় ; 
মস্তিষ্কের প্রতিটি নিউরন ধীরে ধীরে
অন্ধকারে ডুবে যেতে থাকে -

শুধু সামনে মরিচা পড়া খোলা জানালায়
শেষ অগ্রহায়ণের শীত সকালের এক চিলতে
ঝাপসা আলো আলতো করে উকি দিয়ে যায় ! 


                                                                                                     পাবনা-২৭/১২/১৩

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ