রবিবার, ১৭ জুন, ২০১২

কবিতা- " অচেনা শহর "




                                      অচেনা শহর

অচেনা শহর
কিন্তু অচেনা ছিল কি?

ধ্বংস আর পচাঁ লাশের গন্ধ
মরা কুকুর, মরা মানুষ আর
জীবন্ত-ক্ষুধার্ত কাকদের সহবত মিলনটা বড় নিষ্ঠুর !

গ্রেনেড, বুলেট, রাইফেল আর
ধ্বংসাত্নক রাসায়নিক অস্ত্র
অবিরাম ধ্বংস করছে-
গ্রাম থেকে গ্রাম, নগর থেকে নগর-
দেশ থেকে দেশান্তর !

আর আমরা শুধু চেয়ে আছি অদৃষ্টের পানে
আর আমরা দেখছি ধ্বংস শুধু ধ্বংস,
দেখছি ধরনীর সেরা জীবদের
সুপরিকল্পিত ধ্বংস প্রক্রিয়া !

দেখছি, পচাঁ-গলিত লাশ
দেখছি, ছোট শিশুটির ছোট্ট বুকে
বুলেটের বড় বড় গর্ত !

আর কি কিছু দেখছি না ?
           
           দেখছি- মানুষের করুণ আহাজারি
           দেখছি- আমার মায়ের ছিন্ন-ভিন্ন লাশ
           দেখছি- আমার বোনের ধর্ষিত নগ্ন শরীর
           দেখছি- সুনীল আকাশ কালো হয়ে যাওয়া


আর; দেখছি বিশাল এই ধ্বংসস্তূপের মাঝে
ভাবলেশহীন নত মুখে -
দাঁড়িয়ে থাকা হত-বিহ্বল এক বালকে
যার চোখে নেই কোন জল
নেই কোন আশা, নেই কোন আকাংঙ্খা
নেই কোন ভালোবাসা, নেই কোন অভিশাপ !   

শনিবার, ১৬ জুন, ২০১২

কবিতা - "আমি যদি হতাম পাখি"



                              
                           আমি যদি হতাম পাখি-
                                         উড়তাম ঐ আকাশ পানে
                                         আনতাম এক মেঘের ফালি
                                         ছড়িয়ে তোমার বাতায়নে !
                             
                           আমি যদি হতাম পাখি -
                                         আসতাম তোমার জানালার পাশে
                                         জ্যোস্না শোভিত রাতে
                                         দেখতাম ঐ চন্দ্রমুখ সারাটি রাত ধরে !
                            
                           আমি যদি হতাম পাখি-
                                        উড়াতাম তোমায় কল্পলোকে
                                        জীবনখানি পার করতাম
                                         অধরে-অধর মিলিয়ে !
                           
                            আমি যদি হতাম পাখি-
                                         বাসা বাঁধতাম তোমার মনে
                                        পেতে তোমার উষ্ণ পরশ-
                                         সারা জনম ধরে !
                          

                             আমি যদি হতাম পাখি-
                                         আনতাম ঐ সূর্যমুখী
                                         সাজিয়ে তোমার
                                         অপরূপ সেই চুলের বেণী !
                            
                            আমি যদি হতাম পাখি-
                                         যেতাম তোমার হৃদয় বনে
                                         দুঃখ গুলো ঠুকরে খেতাম
                                         ছড়িয়ে তোমার মায়াবিনী হাসি !
                             
                            আমি যদি হতাম পাখি-
                                         রেখে মাথা তোমার বুকে
                                         ঢুকতাম ঐ হৃদয় রাজে
                                         শান্তি কমল ছোয়া পেতে !
                            
                            আমি যদি হতাম পাখি-
                                         বসিয়ে তোমায় কৃষ্ণচুড়ায়
                                         প্রকৃতির রূপ ম্লান করে
                                         বলতাম;  তোমায় যে ভালোবাসি !
                                                                    
                                                                              ১৬/০৪/০৮, বীরগঞ্জ ।

শুক্রবার, ১৫ জুন, ২০১২

কবিতা- ' আমি কিছু বলতে চাই '


 

আমি কিছু বলতে চাই

অনেক কাল হতে মনের গভীরে

লুকিয়ে থাকা ব্যাথা গুলোর কথা ।


আমি বলতে চাই

রাস্তার পাশে পড়ে থাকা পঙ্গু ভিক্ষুকটার কথা

নর্দমায় আধা-ডুবন্ত ধর্ষিত নগ্ন কিশোরীটির কথা !


বলতে চাই

আমার চোখের সামনে ঘটে যাওয়া দুর্নীতির কথা ;

তপ্ত পিচের রাস্তায় পড়ে থাকা ছিন্ন-ভিন্ন -

গলিত মস্তিষ্কের কথা ।


আমি বলতে চাই -

ছোটো সেই ছেলেটির বাবার আগুনে

ঝলসানো মৃত শরীরটার কথা !

বুক খালি করা আমার মায়ের কথা

আমার স্বাধীনতার কথা !


বলতে চাই –

নিদারুন সেই অত্যাচারের কথা

যেখানে সুপরিকল্পিত ভাবে সু-পরিপক্ক 

অস্ত্রের মাধ্যমে হত্যা করা হচ্ছে আমার ভাইকে ,

দরিদ্র বাবার কষ্টের্জিত কিছু আশাকে

ধুলিসাৎ  করা হচ্ছে মানবতার বেরি পরিয়ে ।


বলতে চাই-

রাতের অন্ধকারে শস্তা প্রসাধনী মাখা বারবণিতার কথা

যারা রাতে  পূজিত দিবালোকে নিঃগৃহীত !


বলতে চাই-

ছোট ছোট অসংখ্য শিশুর

বড় বড় ক্ষুধিত ভাবলেশহীন চোখের কথা

যেখান দিয়ে ঠিকরে পড়ছে ---

রাগ, ঘৃণা, আভিমান আর সব কিছু ধ্বংস করার

এক  নিষিদ্ধ উন্মাদনা !



আমি বলতে চাই -

বলতে চাই অনেক কিছুই

কিন্তু বুর্জুয়া – ধনপতি নিষ্ঠুর শাসক

চক্রের রাঙা চোখকে পরাস্ত করতে পারি না কিছুতেই !

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

কবিতা- " বাংলা চাই "


     
          
আধো দুপুর, আধো বিকেল
ফাল্গুনের শির্ শির্ বাতাস
আর বাংলার দামাল ছেলেদের-
প্রতিবাদী স্লোগান মিলেমিশে একাকার

সবুজ প্লাকডে রক্তিম অক্ষর জ্বলজ্বল
মাতৃভাষা বাংলা চাই……
পোষ্টার, ফেস্টুন, প্লাকড
মানুষের ঢল আর স্লোগান
বইছে সমান তালে-
নাড়ীর টানে, ভাষার টানে, মায়ে্র টানে !

ফাল্গুনের হাওয়া হঠাৎ থমকে গেল !
ওকি! কিসের শব্দ?
চারদিকে কোলাহল, অন্ধকার বারুদের গন্ধ
বুলেট ছুড়ছে পাষাণেরা !!!

থেমে থেমে আসছে আর্তচিৎকার
আর তা ছাপিয়ে
আমার মায়ের ভাষা বাংলা চাই
পশ্চিম কোণে হেলে পড়েছে সূর্য; আর-
তারি আভায় লালে লাল কৃষ্ণচূড়া
লালে লাল বাংলার রাজপথ !!!

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ