বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

" স্বপ্ন "



      
                   
                        

                                              তুমি যদি শোন মোর 
                                  হৃদয়ও বাণী
                               তব সুরে আসো মোর
                                  মনেরও বাড়ি
                               গহীন পাথারে তব
                                  বাঁধিব ঘর-
                               সুখের পায়রা তব উড়াব
                                  গোধূলিরও পর !
                       
                                                                           




                                                             পাবনা ২৭/১১/১০

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

" এসো হে প্রিয় "



এসো এসো হে প্রিয়
এসো এসো
তোমার হিয়ার মাঝে
লুকাবো আজি
করবো চুরি হৃদয় ।

আকাশ জুড়ে আঁকাবো
আলপনা তোমার কেশ-
হবে তুলির ডানা !

এসো এসো হে প্রিয়
এসো এসো
জোছনা রাতে শিউলি তলে
বসব দুজন বিরহানলে –

লিখব নতুন গান
বাঁধব অমর সুর ।
শিউলি শেষে বকুল তলে
গাথবো মালা কবিতার ছলে
আঁকাবো নতুন দিন তোমার সনে !
                                                                                 পাবনা , ২৭/১১/

" আলেয়া "


                      
                     

                     দূরে তোমার অস্পষ্ট অবয়ব
                     নগ্ন হাত দুটি যেন রাজহাঁসের ডানা
                     আর; নূপুরের ক্ষীণ ঝংকারে
                     পুলকিত আমার সর্বস্ব !

                                   ধীরে ধীরে পৃথিবীর-
                                   সব রুপ ম্লান করে
                                   তুমি আসছ এগিয়ে
                                   তবু এখনো তুমি অনেক দূরে !
                        
                      নূপুরের উচ্ছলিত ক্ষীণ ঝংকারে -
                                                ছুটে যাই
                      তোমার ঐ নগ্ন হাতে  
                      হাত রাখবো বলে ।
                     
                      হঠাৎ বাতাসের গতি থমকে দাঁড়ায়
                      কালো কালো চঞ্চল মেঘে
                      আকাশ ঢেকে যায়
                      প্রকৃতি নিরুৎসব- নিরুত্তর থাকে
                      তাকিয়ে দেখি তুমি নেই !

                      আবার দূরে তোমার অস্পষ্ট অবয়ব
                      চন্দ্রালোকিত রাতে নৃত্যরত
                      অপস্নরীর ন্যয় অজানা পোষাকে ।

                     ছুটে যাই ! ছুটে যাই ! বারবার-
                     কিন্তু আলেয়ার আলোর মত
                     তুমি লুকোচুরি খেলায় মাতো ।
                  
                                         রিক্ত হস্তে শুধু আমি একা
                                         ফিরে আসি আবার-
                                         এই শুন্য নদীর তটে !

                                                                                বীরগঞ্জ-১৪/০৫/০৮

" সাম্প্রদায়িক রাজ্য "





সাম্প্রদায়িক শব্দটা আজকাল বড্ড বেশী আলোচিত
সভা, সেমিনার আর টক শো যাই বলো না কেন
‘সাম্প্রদায়িক’ আজও একটা চাপা অহংকার নিয়ে বেঁচে আছে ।
সাম্প্রদায়িকতার শৃঙ্খলে শৃঙ্খলিত চারিদিক
অথচ শব্দটি নিয়ন্ত্রিত শিল্পের রূপে রূপায়িত হচ্ছে প্রতিনিয়ত ।

দীর্ঘ আদিম কালে যে বীজ বোনা হয়েছিলো রক্তে
তা আজও টগবগ করে ফুটছে ।
কড়িকাঠে মনুষ্যত্বের বলি চড়িয়ে কপচাচ্ছি সাম্প্রদায়িকতার বুলি
আকাশ-বাতাস জয় জয়কার ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত করছি
মানবতার মুখোশ পরে নির্লজ্জ ভাবে

পুরুষত্বের বীর্যের তেজ আজি পরীক্ষণীয় 
সাম্প্রদায়িক যুদ্ধ ঘোষণা করে ।
এর শেষ কোথায় ?

অথচ চোখ মেলছি না, বাগানের অসাম্প্রদায়িক
সদ্য প্রস্ফুটিত ফুলগুলোর দিকে
কিংবা রাস্তায় ষাটোর্ধ বৃদ্ধ রিকশা চালকের দিকে ।
দেখছি না – অভুক্ত শীর্ণ শরীরধারী টোকাই নামি
হাজারো অসাম্প্রদায়িক শিশুকে
যারা সাম্প্রদায়িক তেজে বলিয়ান বীর্যের
বিলাসী কোন এক রাতের অপ্রত্যাশিত ফসল ।
এরা কি হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ নাকি মুসলমান ?

এসব প্রশ্নে এরা দিকভ্রান্ত নয়
এদের চোখে-মুখে ক্ষুধার রাজ্য, এদের চর্ম-হাড় সর্বস্ব
দেহে শত ফুটো জীর্ণ কাপড় ।

ওরা দিকভ্রান্ত ক্ষুধা নিয়ে, স্বপ্নহীন জীবন নিয়ে
ওরা লালায়িত এক টুকরা শীতের কাপড়ের জন্য
কিন্তু ওরা কস্মিন কালেও ‘সাম্প্রদায়িক’ নামের বর্বর শব্দটার
আবেগে আপ্লুত হয়নি ।

তবে ওরা সবাই সাম্প্রদায়িক ন্যাকা ভাবধারী পুরোহিতের
পবিত্র উপাসনালয় হতে নিগৃহীত ।
ওরা বাঁচতে চেয়েছে বেঁচে থাকার জন্য
কোন অহংকারী, নিষ্কর্মা, অদৃশ্য দেবতার কৃপার জন্য নয় ।



                                                                                                                   পাবনা-২২/০২/১৩

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ