শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

" চুমু যে আর চাচ্ছি না "



১.
তোমায় নিয়ে ভাবনা আমার
যত শত যাতনা
চুমুর উপরে এবার
কিছু একটা হোক না !
২.
কত নেতা-কেতা মিলে
করলো হরিলুট
আমার বেলায় তুমি শুধু
চুপ রে চুপ রে চুপ !...
৩.
সেতু হলো সেতু গেলো
কত শত কথা হলো
কত জনে উপরে উঠলো
আমার বেলায় তুমি শুধু আহা-উঁহু কেন করো !
৪.
তোমার লাল ঠোঁটের চুমুর জন্য
হাজার কোটি খানেক টাকার অস্ত্র এলো
আর আমার চাকরির বায়োডাটা-খানি
বাতিল ফাইলে চলে গেলো !
৫.
তোমার বাঁক-নেওয়া কোমর যখন
দেখে পাড়ার মাস্তান-টোকাইয়ে
তুমি তখন বাকা ঠোঁটে হাসি মারো টেনে -
শুধু আমার বেলায় অসভ্য-ইতর গালি ছুড়ে দেও কেমনে !
৬.
থাকবো না আর এই ভবে
যাবো অচিন দেশে
তোমার কাছে পাওনা চুমুর খাতাখানি
খুলবো রোজ কেয়ামতে !


                                                                                                                                               ১৪-০৯-১৩ । পাবনা । 

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ