বুধবার, ১০ জুলাই, ২০১৩

আমার শহর



পোড় খাওয়া এই শহরে
ছুটে চলা অবিরত
হাজারো মুখের পাশে মুখ লাগানো
তবু যেন ভুলা যায় দম না ফেলতেই !   

শুধু ভুলা যায় না -
শহরের ক্লান্ত দুপুর গুলো
রাস্তার ধারে কোনো প্রাচীন
ভাঙা ইটের দেয়াল আর তাঁর পাশে
ছন্নছাড়া ভাবে গজিয়ে উঠা
কিছু লতা গুল্মের অবিরত চেষ্টা
সবুজের সমারোহে ডুবিয়ে দিব শহর ।

চারিদিকের হাহকার বাড়ছে, বাড়ছে মনের বিষাদ
বিষাক্ত ফনা নগ্নভাবে উন্মোচিত করে
ফেলা হচ্ছে আজি এই শহরের আনাচে কানাচে ।  
কি নিষ্ঠুর ভাবে একদিকে সে নিজেকে করছে অমরাবতী -
আবার অন্য দিকে স্ব’যত্নে খোলা রেখেছে বিষকুম্ভের পুরোনো ঢুলী !  

চারিদিকের সব কিছু এক অমোঘ আকর্ষণে
ছুটে চলেছে তাঁর দিকে !
যেন এই শহরের শুভ্র নীলার মাঝে ক্ষণিকের তরে
হারিয়ে যাওয়া আর স্বর্গে অবগাহন করা নয় ভিন্ন কথা !

যদিও স্বর্গ শব্দটা আজকাল সেকেলে এবং নিন্দিত !
ছন্নছাড়া, বাউন্ডুলে প্রাচীন এই শহরে আজি
প্রেমের বড় অভাব !
শহুরে বিষাক্ত সীসার প্রলেপ জড়ানো -
এই হৃদয়ের তল খুঁজে পাওয়া যায় না কিছুতেই !  

                            
                                                                                                      ১০/০৭/১৬/পাবনা

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ